জনগণ সরকারকে ভোট দিয়েছে, পশ্চিমাদের মতামত নিয়ে এত চিন্তা কেন: পররাষ্ট্রমন্ত্রী


Assroy প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৪, ৩:৪৮ অপরাহ্ন /
জনগণ সরকারকে ভোট দিয়েছে, পশ্চিমাদের মতামত নিয়ে এত চিন্তা কেন: পররাষ্ট্রমন্ত্রী

আশ্রয় ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর মতামতকে তেমন গুরুত্ব দিচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রবিবার (৭ জানুয়ারি) হোটেল সোনারগাঁয় এক অনুষ্ঠানে ‘পশ্চিমা বিশ্ব নির্বাচনকে কীভাবে নেবে’ এই প্রশ্ন করলে সাংবাদিকদের তিনি বলেন, ‘পশ্চিমা দেশ নিয়ে আপনি এত চিন্তিত কেন? আপনার নিজের প্রতি বিশ্বাস নেই? জনগণ সরকারকে ভোট দিয়েছে। এটিই সবচেয়ে বড়। আমরা জনগণে বিশ্বাস করি।’

‘আমরা যখন ৭১ সালে স্বাধীনতা পেলাম, পশ্চিমা বিশ্ব কি আমাদের সমর্থন দিয়েছিল? একমাত্র যুক্তরাজ্য ছাড়া পশ্চিমা দেশের কেউ সমর্থন দেয়নি। কিন্তু আমরা অর্জন করেছি, স্বাধীন হয়েছি। দেশের জনগণ সমর্থন দিচ্ছে কিনা সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণ সমর্থন দিয়েছে, ভোট দিয়েছে এই প্রতিকূল পরিবেশে– এটিই গ্রহণযোগ্য’ বলেন তিনি।

ভোটের পরিবেশের বিষয়ে তিনি জানান, আমেরিকানরা আজ সকাল ৬টায় একটি কেন্দ্রে গিয়েছে। আমরা জানতাম সকাল ৮টায় শুরু হবে। স্বাভাবিকভাবে লোকজন সাড়ে ৭টায় থাকবে। ওরা ৬টার সময় গেছে। তখন লোকজন ছিল না। 

তিনি বলেন, ‘তারা ৬টার সময় গেছে দেখতে যে রাতের অন্ধকারে কেউ ব্যালট বাক্স ভরে রেখেছে কিনা।’

বিদেশি পর্যবেক্ষকদের সঙ্গে আলাপের বিষয়ে তিনি বলেন, ‘তারা বাংরাদেশে নির্বাচন কীভাবে হয়, প্রক্রিয়াটি কী, আমরা কী কী পদক্ষেপ নিয়েছি– এগুলো নিয়ে জানতে চেয়েছে। এগুলো টেকনিক্যাল বিষয়। টেকনিক্যাল নয় যেসব বিষয়, সেবিষয়ে তারা জানতে চেয়েছে, আমাদের দেশে বিরোধী দলের সঙ্গে যে তিক্ততা সৃষ্টি হয়েছে সেটি ভবিষ্যতে কীভাবে কমানো যায়। এছাড়া তারা সেভাবে কোনও মন্তব্য করেনি।’