দুপুরে বিএনপির বিজয় র‍্যালি, সকাল পর্যন্ত কার্যালয় ফাঁকা


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৩, ১২:২৭ অপরাহ্ন /
দুপুরে বিএনপির বিজয় র‍্যালি, সকাল পর্যন্ত কার্যালয় ফাঁকা

আশ্রয় ডেস্ক

বিজয় দিবস উপলক্ষে দুপুর ১টায় নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‍্যালি বের করার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত নয়া পল্টন এলাকায় বিএনপির কোনও নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়নি। বরং অন্যান্য দিনের তুলনায় পুলিশের উপস্থিতি বেড়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে নয়া পল্টনের আশপাশ এলাকা ঘুরে দেখা যায় পরিস্থিতি স্বাভাবিক। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এখনও তালা ঝুলছে। আশপাশের দোকানপাট বন্ধ থাকলেও যান চলাচল স্বাভাবিক। তবে সরকারি ছুটির দিন হওয়ার সেই সংখ্যা কম।

এছাড়া উক্ত এলাকায় কোথাও বিএনপির নেতাকর্মীদের একত্রে অবস্থান নিতে দেখা যায়নি। অন্যান্য সময় নয়া পল্টনে দলীয় কোনও কর্মসূচি থাকলে তা সফল করতে সকাল থেকেই দলীয় কার্যালয় ও নয়া পল্টনের আশপাশ এলাকায় বিএনপির কর্মী-সমর্থকরা জড়ো হতে থাকেন।

তবে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত না থাকলেও সকাল থেকেই সতর্ক অবস্থানে আছে পুলিশ। ইতোমধ্যে তাদের জড়ো করে আজকের দিনে কী কী করণীয় তা সম্পর্কে ব্রিফিং করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশের অবস্থান সম্পর্কে বিএনপির কার্যালয়ের সামনে উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী কমিশনার গোলাম রুহানী বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশের পক্ষ হতে বিএনপিকে বিজয় র‍্যালি করার একটা অনুমতি দেওয়া হয়েছে। যদিও অফিসিয়ালি কিছু বলা হয়নি। বিএনপি শান্তিপূর্ণভাবে বিজয় দিবসের র‍্যালি করতে পারবে। তবে এখনও তাদের কাউকে দেখা যায়নি। আমার মনে হয় ২টার আগে তারা তাদের র‍্যালি শুরু করতে পারবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বাড়তি পুলিশ মোতায়ন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপি তাদের কর্মসূচি পালন করবে। আমরা আমাদের মতো পরিস্থিতি কন্ট্রোলে রাখবো। তারা যদি কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা বা সংঘাত না করে তাহলে কর্মসূচি পালনে কোনও বাধা নেই।

সকাল ১০টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আব্দুল মঈন খানের নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের স্বাধীনতাযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি। এরপর দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করবে বিএনপির নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর দলীয় মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বিএনপির সমাবেশ পণ্ড হলে বিকাল থেকেই দলটির কার্যালয় নিয়ন্ত্রণে নেয় পুলিশ। ঝুলিয়ে দেওয়া হয় তালা। পর দিন ২৯ অক্টোবর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট বিএনপি কার্যালয়ের তিন দিকে ‘ডু নট ক্রস– ক্রাইম সিন’ লেখা হলুদ ফিতা টানিয়ে দিয়ে আলামত সংগ্রহ করে। এরপর থেকে গত ৫০ দিন ধরে সেখানে সর্বক্ষণ অবস্থানে আছে পুলিশ।