বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে: এলডিপি


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৩, ১২:২৩ অপরাহ্ন /
বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে: এলডিপি

আশ্রয় ডেস্ক

অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা। বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়। পুরানা পল্টন মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড়ে এসে মিছিলটি শেষ হয়।

মিছিল-পূর্ব সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির বলেন, আমাদের এ আন্দোলন আদর্শের, জনগণের ন্যায়সংগত, বিবেকবান মানুষের বেড়ে ওঠা বিকশিত হওয়ার আন্দোলন। যারা গণতন্ত্র, মানুষের স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা সমর্থন দেবেন তাদের প্রত্যেকেই এ গণতান্ত্রিক আন্দোলনে শরিক হতে হবে। বিজয় না হওয়া পর্যন্ত এক দফার আন্দোলন চলতেই থাকবে।

মিছিলে আরও উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এস এম মোরশেদ, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ অন্যরা।