এম. আবু বকর সিদ্দিক
এসো বন্ধু গাঁয়ের পথে
জানাই নিমন্ত্রণ,
একটুখানি হাঁটলে তোমার
শান্ত হবে মন।
গেঁয়ো পথের দু’পাশ জুড়ে
বৃক্ষ সারি সারি,
সবুজ পাখায় বাতাস করে
তৃপ্তি মনোহারী।
গেঁয়ো পথের কোমল মাটি
যেন শীতল পাটি,
গামছা গায়ে নাঙ্গা পায়ে
করবে হাঁটাহাঁটি।
প্রভাত কালে ক্ষেত খামারে
ছুটে চলে চাষি,
তোমায় দেখে সালাম দেবে
মুখে মিষ্টি হাসি।
আপনার মতামত লিখুন :