আশ্রয় ডেস্ক
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় পদক্ষেপ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ও শিক্ষার্থীদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে এ সভার আয়োজন করে এসপায়ার টু ইনোভেট (এটুআই), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
এটুআই এর চিফ ই-গভর্ন্যান্স স্পেশালিস্ট ড. ফরহাদ জাহিদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন এইচডি মিডিয়া অ্যাসিস্ট্যান্ট শাকিলা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই-এর প্রকল্প পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা। এ ছাড়া অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. ইলিয়াস হোসেন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক প্রণব কুমার পাণ্ডেসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম সেশনে শিক্ষকরা স্মার্ট বাংলাদেশ সম্পর্কে বক্তব্য দেন। স্মার্ট বাংলাদেশের চারটি পিলারের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এইচডি মিডিয়া অ্যাসোসিয়েট মো. আব্দুল্লাহ আল-জুবাইর শাওন।
প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘বাংলাদেশ একটা উজ্জ্বল সম্ভাবনার দেশ। বঙ্গবন্ধু চিন্তা করে গেছেন, প্রধানমন্ত্রীও বলেন- আমি যেখানেই হাত দেই দেখি বাবার ছোঁয়া। আমরা বঙ্গবন্ধুর শরীরকে হারিয়েছি, কিন্তু তাঁর নীতি-নৈতিকতা আমাদের পথ দেখাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তথ্য-প্রযুক্তির নানা ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাচ্ছি। তথ্য-প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ আজ নানা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত সমাজ কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে স্মার্ট সিটিজেন, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ এবং কেমন দেখতে চান আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা মতামত দেন।
আপনার মতামত লিখুন :