কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর পক্ষে তোরণ নির্মাণ করায় এক সমর্থককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার নয়নতলা কামেড্ডা এলাকায় এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন।
দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীর আচরণবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেছেন বলে নিশ্চিত করেছেন এই ম্যাজিস্ট্রেট।
জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনের কুমিল্লা-৮ (বরুড়া) আসনের জাপা প্রার্থী ড. ইরফান বিন তোরাব আলীর পক্ষে তোরণ নির্মাণ করায় পৌরসভার কামেড্ডা এলাকার মৃত নওয়াব আলীর ছেলে দেলোয়ার হোসেনকে (৫৩) জরিমানা করা হয়। এ সময় ওই তোরণ অপসারণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন বলেন, নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা যা প্রয়োজন প্রশাসন তাই করবে। আইনের দৃষ্টিতে সবাই সমান। একইসঙ্গে তিনি সব প্রার্থীকে নির্বাচনি আচরণ বিধিমালা মেনে চলার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :