ভোলার বোরহানউদ্দিনে প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিল থেকে চেক বিতরণ


Assroy প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৩, ৮:১৫ পূর্বাহ্ন /
ভোলার বোরহানউদ্দিনে প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিল থেকে চেক বিতরণ

জেলার বোরহানউদ্দিন উপজেলায় প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিল থেকে জটিল দুরারোগ্য রোগীদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার রাতে স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল তার নিজ অফিস কক্ষে ৩৯ জন রোগীর মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ১৯ লক্ষ ৫০ হাজার চেক তুলে দেন।
এসময় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো: রফিুকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: জসিমউদ্দিন হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।