
আশ্রয় ডেস্ক
সিলেটে শ্রদ্ধা ও ভালোবাসায় মহান স্বাধীনতা সংগ্রামে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে।
আজ বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল থেকেই সিলেট নগরীর চৌহাট্টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্তকস্তবক অর্পণ করে- সিলেটের মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এসময় মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সকালে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁনের নেতৃত্বে সিলেট জেলা আওয়ামী লীগ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের বিজয়ের ঠিক আগ মুহূর্তে দেশকে মেধাশূন্য করতে পাকিস্তানী দখলদার বাহিনীর সদস্যরা বাংলাদেশের শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও ডাক্তারসহ দেশের মেধাবী সন্তানদের চিহ্নিত করে নির্মমভাবে হত্যা করে। তারপরও দমিয়ে রাখা যায়নি বাংলাদেশকে।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করে, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এসময় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া, সকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে সিলেট বিএনপি’র নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ করে।
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                        
                        
                        
                        
                        
                        
                        
আপনার মতামত লিখুন :