সিলেট প্রতিনিধি
নিখোঁজের দুই দিন পর সিলেট নগরীর পাঠানটুলার আলী বাহার চা-বাগান থেকে সতিশ চন্দ্র গোপ (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ননভেম্বর) বিকাল ৩টার দিকে লাশ উদ্ধার করা হয়। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা। অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে সিলেটে এসে নিখোঁজ হয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে সিলেটে আসেন সতিশ চন্দ্র। ওই দিন সন্ধ্যায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্ত্রীকে ভর্তি করান। ১৮ নভেম্বর রাতে তার স্ত্রী সন্তানের জন্ম দেন। ১৯ নভেম্বর সন্ধ্যায় হাসপাতালের নিচে যাচ্ছেন বলে আর ফিরে আসেননি সতিশ। এরপর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় সোমবার (২০ নভেম্বর) বিকালে সতিশের বড় ভাই গোপেশ চন্দ্র জালালবাদ থানায় জিডি করেন।
সিলেট বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। নিহত ব্যক্তির পেটে ছুরিকাঘাতের চিহ্ন আছে। এছাড়া নিহতের একটি হাতের কিছু অংশ ফেলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’
আপনার মতামত লিখুন :