আশ্রয় ডিজিটাল ডেস্ক
শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত সিনেমা তুফান মুক্তির পর থেকে আলোচনায়। গত শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। সিনেমাটিতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবির সাফল্য কামনায় এবার পূজা দিলেন মিমি।
বাংলাদেশের প্রেক্ষাগৃহে এখনো দাপিয়ে বেড়াচ্ছে তুফান। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে মুক্তির পর ভারতেও মুক্তি পেয়েছে তুফান। নিজ দেশেও ছবিটির সাফল্য কামনায় কালীঘাটে পূজা দিয়েছেন নায়িকা মিমি চক্রবর্তী।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, শনিবার সকাল সকাল কালীঘাটে পৌঁছে যান মিমি চক্রবর্তী।
গোলাপি রঙের চুড়িদার পরে কালীমন্দিরে গিয়ে পূজা দেন। মা কালীকে জড়িয়ে ধরে মনের কথা জানান অভিনেত্রী। এরপর নিজের হাতে আরতি করেন।
কালীঘাটে আশপাশের অন্যান্য মন্দিরেও পূজা দেন মিমি। অঞ্জলি দেওয়ার পাশাপাশি আরতি করেন অভিনেত্রী।
তুফান সিনেমায় শাকিব খান ও মিমি চক্রবর্তীর গান লাগে উরাধুরা ও দুষ্টু কোকিল মুক্তির পর থেকেই ব্যাপকভাবে আলোচিত। বাংলাদেশের মতো কলকাতাতেও তুমুল জনপ্রিয়তা পেয়েছে গান দুটি।
ভারতের আগেই বাংলাদেশ ছাড়াও কানাডা, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ওমান, কাতার, পর্তুগাল, স্পেন,
নেদারল্যান্ডস, ফ্রান্স, ইংল্যান্ড, সুইডেনসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি।
আপনার মতামত লিখুন :