দেশের অর্ধেক জেলা সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীনমুক্ত


Assroy প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৩, ২:১৫ অপরাহ্ন /
দেশের অর্ধেক জেলা সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীনমুক্ত

দেশের অর্ধেক জেলা এখন সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীনমুক্ত। মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে ১১টি জেলার সব ভূমি ও গৃহহীনকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে জমিসহ ঘর নির্মাণ করে তা হস্তান্তর করেছেন। এর ফলে দেশের ৩২টি জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হয়েছে।

পাশাপাশি দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৩৯৪টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। এর আগে বিভিন্ন সময়ে ২১টি জেলা ও ৩৩৪টি উপজেলাকে সম্পূর্ণরূপে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় প্রথম পর্যায়ে পঞ্চম ধাপে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ভূমিসহহ ৫ হাজার ৩৯৭টি ঘর হস্তান্তর করেন। গণভবন থেকে দেশের বিভিন্ন স্থানে ভার্চুয়ালি যুক্ত করে তিনি এসব ঘর হস্তান্তর করেন।

এদিন প্রধানমন্ত্রী দেশের ৬৪টি জেলার মধ্যে ২৮টি জেলার ৬০টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন। এ সময় ১১টি জেলা সম্পূর্ণরূপে গৃহহীন ও ভূমিহীন ঘোষিত হয়।

ভূমিহীন ও গৃহহীনমুক্ত ৩২টি জেলা হলো, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, পিরোজপুর, ঝালকাঠী, পটুয়াখালী, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, কিশোরগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও মৌলভীবাজার।

এর আগে প্রধানমন্ত্রী গত বছর ২১ জুলাই পঞ্চগড় ও মাগুরা জেলাকে সম্পূর্ণরূপেসহ দেশের ৫২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন। এ বছর ২২ মার্চ সাত জেলার সব উপজেলাসহ সারা দেশের ১৫৯ উপজেলা এবং গত ৯ আগস্ট ১২টি জেলাসহ ১২৩টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন সরকারপ্রধান।