ফিফা র্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বড় পরীক্ষা হতে যাচ্ছে। বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মেলবোর্নে ৮ বছর পর আবারও মুখোমুখি তারা। ইতিবাচক কিছু করার চেষ্টা হাভিয়ের কাবরেরার দলের। কীভাবে স্বাগতিকের আক্রমণ নস্যাৎ করে দেওয়া যায়, তাদের আক্রমণ ব্লক করে দলের জাল অক্ষত রাখা যায়, অনুশীলনে তেমনই কাজ চলছে।
গত সাফে তপু বর্মনের সঙ্গে রক্ষণে দৃঢ়তা দেখিয়েছিলেন বিশ্বনাথ ঘোষ। মদকাণ্ডে নিষিদ্ধ তপু নেই এবার দলে। তবে বিশ্বনাথ সকারুদের বিপক্ষে দলের ১১ জনকে প্রস্তুত থাকতে বলেছেন।
আজ মঙ্গলবার মেলবোর্নে অনুশীলন শেষে তার সোজাসাপ্টা কথা, ‘প্রস্তুতি অনেক ভালো। অনেক পরিশ্রম, কাজ করছি। আগামী পরশু ম্যাচ। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি, ভালো ফল নিয়ে আসতে পারি। এখানে শুধু ডিফেন্সের কাজ নয়, পুরো টিমের কাজ। চেষ্টা করবো আমাদের যারা স্ট্রাইকার, মিডফিল্ডার, ডিফেন্ডার, গোলকিপার- সবাইকে এক সুঁতোয় গেঁথে ভালো কিছু করার। প্রত্যেক খেলোয়াড়কে শতভাগ দিতে হবে, তাহলে ভালো কিছু সম্ভব।’
অনুশীলনে অস্ট্রেলিয়াকে আটকানোর কৌশল নিয়ে বেশি কাজ হচ্ছে। আর এটাই স্বাভাবিক। বিশ্বনাথ বলেছেন, ‘আমাদের কোচ… ব্লক নিয়ে কাজ করছেন। মিড ব্লক, লো ব্লক- যেটাই বলি, ব্লক নিয়ে কাজ করছি। বিল্ড আপের ক্ষেত্রে এমন একটা কিছু হবে যে, সাইড ব্যাক, স্টপার ব্যাক যারা আছে, আমরা এক দিক দিয়ে বিল্ড আপ শুরু করবো। ডিফেন্সে আমরা কমপ্যাক্ট লো ব্লকে খেলবো।’
আপনার মতামত লিখুন :