টসের সময় উইলিয়ামসনও জানালেন ‘ব্যবহৃত’ পিচে খেলা হচ্ছে ম্যাচ


Assroy প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৩, ৯:৩৮ পূর্বাহ্ন /
টসের সময় উইলিয়ামসনও জানালেন ‘ব্যবহৃত’ পিচে খেলা হচ্ছে ম্যাচ

স্পোর্টস ডেস্ক

গত বিশ্বকাপের মতো এই আসরেও প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। সেবার ভারতের হৃদয় ভেঙেছিল কিউইরা। টস জিতে গতবার শুরুতে ব্যাটিং করেছিল নিউজিল্যান্ড। এবার ভাগ্য বদলের আশায় টস জিতে ব্যাটিং নিয়েছে স্বাগতিক ভারত। দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

নিউজিল্যান্ড টানা দুই আসরে ফাইনালে খেলেছে। কিন্তু দু’বারই শিরোপা ছুঁতে না পারার হাহাকার সঙ্গী হয়েছে তাদের।

রোহিত শর্মা টস জিতে বলেছেন, ‘পিচটা ভালো মনে হয়েছে। তাছাড়া কিছুটা স্লো। আশা করছি জমজমাট লড়াই হবে।’

ম্যাচের আগেই জানা গেছে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নতুন পিচের বদলে ব্যবহৃত অর্থাৎ পুরোনো পিচ বেছে নেওয়া হয়েছে। যা নিয়ে আলোচনাও হচ্ছে খুব। টসের সময় উইলিয়ামসনও বলেছেন, ‘আমারও শুরুতে ব্যাট করতাম। এই পিচটা ব্যবহৃত (পুরোনো)। তাছাড়া সন্ধ্যা শিশিরের প্রভাব থাকবে। এখন সামনের চ্যালেঞ্জের অপেক্ষা।’

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।