জেলায় আজ সদর উপজেলার দুইটি ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ হিসাবে খাদ্য সামগ্রি বিতরণ করেছে লালমনিরহাট জেলা বিএনপি।
আজ মঙ্গলবার বিকালে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মাড়াইহাট বাজার ও খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দবাজার পাকার মাথা এলাকার তিনশ’ পরিবারের মধ্যে ত্রাণ হিসাবে চাল, ডাল ও তেল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ-সহ বিএনপির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :