ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু


assroy প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন /
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে আরও ৯২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছে ১৮২ এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ হাজার ৩৬৫ জন। তাদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। একই সময়ে মারা যাওয়া ১৮২ জনের মধ্যে ৫১ দশমিক ১ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৯ শতাংশ পুরুষ। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৯০০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় সারাদেশে ৭১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ৩১ হাজার ৫০৪ জন।