ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ


assroy প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৪, ৬:৪৪ অপরাহ্ন /
ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ন্যায্যমূল্যে অত্যাবশকীয় কৃষিজাত দ্রব্যাদি বিক্রির কার্যক্রম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগরের কারওয়ান বাজারস্থ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চত্বরে ফসল ডট কম লিমিটেডের উদ্যোগে আয়োজিত কৃষিজাত দ্রব্যাদি বিক্রির এই কার্যক্রম তিনি উদ্বোধন করেন। 

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ.এম. সফিকুজ্জামান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা ইকবাল, এবং ফসল ডট কম লিমিটেডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফসল ডট কম লিমিটেডের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কৃষি মন্ত্রণালয়ের আওতায় সাশ্রয়ী মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। 

তিনি বলেন, বাজারে দীর্ঘদিন ধরে যে অসাধু চর্চা চলে এসেছে তা দূর করার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সমস্যা সমাধানের টেকসই সমাধান হিসেবে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির এ ধরনের উদ্যোগকে সরকার সব সময় উৎসাহিত করবে। জনদুর্ভোগ কমাতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে। বর্তমান সরকার নিত্য প্রয়োজনীয় পণ্য ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আনার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি সংযম বজায় রাখা ও তথ্য উপাত্ত দিয়ে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, বর্তমানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকারের অন্যতম প্রধান বিবেচ্য বিষয়। বর্তমানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজি বড় চ্যালেঞ্জ যার কারণে দ্রব্যমূল্য প্রায় ৩০% বৃদ্ধি পায়। এ ক্ষেত্রে কৃষক সবচেয়ে কম মূল্য পান এবং ভোক্তা সবচেয়ে বেশি মূল্যে পণ্য ক্রয় করেন। 

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। দেশের প্রায় ২০টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কৃষি পণ্যের ক্ষতি হয়েছে। 

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় আমদানি সহজ করার লক্ষ্যে ডিম, আলু, পিঁয়াজ, চিনি ও তেল এর শুল্ক হ্রাস করেছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেন, এই উদ্যোগের আওতায় ঢাকার ৫০টি স্পটে ১৫টি কৃষি পণ্য প্রায় ২৫-৩০% কম মূল্যে বিক্রয় করা হবে। বর্তমান প্রেক্ষাপটে প্রাকৃতিক দুর্যোগের এই ক্রান্তিকালে এ ধরনের মহতি উদ্যোগ ভোক্তাকে স্বস্তি প্রদানে সহায়ক হবে। 

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অধিদপ্তর অভিযান পরিচালনার পাশাপাশি এই ধরনের মহতি উদ্যোগকে সহযোগিতা করবে।