ক্যান্সার রোগ শনাক্ত হলেও, তা রাজা চার্লস তৃতীয়’র জন্য আগামী বছর তাঁর বিদেশ সফরে কোনো বাঁধা হয়ে দাঁড়াবে না। এই খবর দিয়ে বাকিংহাম প্যালেস কর্মকর্তা জানান, রাজা ইতোমধ্যে তার চলমান অস্ট্রেলিয়া ও সামোয়া সফর শেষ করেছেন।
লন্ডন থেকে এএফপি জানায়, কর্মকর্তাটি শনিবার বলেছেন, ‘আগামী বছরে রাজার বিদেশ সফরের একটি সুন্দর ও স্বাভাবিক কর্মসূচি সম্পন্ন করতে আমরা এখন থেকে কাজ করছি।’
এ বছরের শুরুতে একটি অপ্রকাশিত ক্যান্সার ধরা পড়ে চার্লসের শরীরে। কিন্তু চিকিৎসকদের সম্মতি নিয়ে রাজা চার্লস অস্ট্রেলিয়া ও সামোয়া ভ্রমণ করেন। রাজ প্রাসাদ থেকে গত এপ্রিলে ঘোষণা করা হয়েছিল যে রাজা সীমিতভাবে তার সরকারি দায়িত্বে ফিরে আসবেন। ডাক্তাররা তাঁর অগ্রগতি দেখে ‘খুব উৎসাহিত’ বোধ করেছেন। কর্মকর্তা আরো বলেন, সফরের ফলে রাজার স্বাস্থ্যগত উন্নতি হয়েছে, যা তাঁর মন মানসিকতাকেও পুনরুদ্ধার করেছে। তিনি বলেন ‘সেই অর্থে, সফরটি তার জন্য নিখুঁত টনিক হিসেবে কাজ করেছে।’
২০২২ সালে সেপ্টেম্বরে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তিনি রাজা হন এবং তারপর এটিই ছিল চার্লসের প্রথম অস্ট্রেলিয়া সফর, যেখানকার তিনি রাষ্ট্রপ্রধানও । চার্লস এবং রানী ক্যামিলা একাধারে ১১ দিনের সফর শেষে শনিবার সামোয়া ত্যাগ করেন। রাজকীয় দম্পতি সিডনি, ক্যানবেরা এবং সামোয়ার রাজধানী অপিয়া পরিদর্শন করেছেন, যেখানে চার্লস কমনওয়েলথ দেশগুলির একটি সভায় যোগ দেন।
আপনার মতামত লিখুন :