বুদ্ধিজীবী, প্রাবন্ধিক ও গবেষক আবুল কাসেম ফজলুল হককে বাংলা একাডেমির সভাপতি নিয়োগ দিয়েছে সরকার।
গত বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন-২০১৩ (২০১৩ সনের ৩৩ নং আইন) এর ধারা ৬(১), ধারা ৬(২) ও ধারা ৬(৩) অনুযায়ী আবুল কাসেম ফজলুল হককে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
সভাপতির দায়িত্ব এবং অন্যান্য কার্যাবলী ‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :