জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের গুরুত্ব এবং কর্পোরেট নেটওয়ার্কিং বাড়াতে দক্ষতা উন্নয়ন সম্মেলন ও চাকরি মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ এস এম আমানুল্লাহ প্রধান অতিথি হিসেবে ‘এনইউএসডিএফ স্কিল ডেভেলপমেন্ট সামিট’ শীর্ষক এ চাকরি মেলার উদ্বোধন করেন।
এনইউএসডিএফ এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া মার্কেটিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ এর কো-ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর আশরাফ বিন তাজ।
বিশেষ অতিথি ছিলেন দ্যা ডেইলি স্টার এর চিফ বিজনেস অফিসার তাজদিন হাসান, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চেয়ারম্যান মনির হোসেন, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দিপেশ নাগ এবং মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা, নেসলে বাংলাদেশ লিমিটেড এর সেলস ডিরেক্টর সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন, এক্সিলেন্স বাংলাদেশের ফাউন্ডার ও সিইও বেনজির আবরার, গানচিল মিউজিকের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং শিক্ষাবিদ আয়মান সাদিক, আকিজবসির গ্রুপের হেড অব মার্কেটিং শাহরিয়ার জামান, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের চিফ এক্সিকিউটিভ অফিসার ও এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহমুদ,একসাথে ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মুনাফ মুজিব চৌধুরীসহ আরও অনেকে।
অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘প্রথাগত একাডেমিক শিক্ষা ছাড়াও বিভিন্ন দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা অপরিসীম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে শুধু মানব নয় বরং মানবশক্তিতে রূপান্তরিত হওয়ার তাগিদ দেন।
তিনি বলেন,‘দেশের ৬৪ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন প্রতিটি কলেজেই দক্ষতা উন্নয়নের এই প্রয়াস শুরু করার এবং অব্যাহত রাখার জন্য সব ধরনের ব্যবস্থা করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দিনব্যপী এই আয়োজনে একাধিক সেমিনার এবং প্যানেল ডিসকাশন সেশন অনুষ্ঠিত হয়েছে। হা-মীম গ্রুপ, আরএফএল, স্বপ্ন, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড, স্টার সিনেপ্লেক্স, ইফাদ গ্রুপ, পাঞ্জেরী, ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট, নূরতাজ, আইসিটি বাংলা, সেলাই, ঢাকা অপটিক্যাল, ক্যারিয়ার প্রো বিডি, সাজগোজসহ দেশসেরা ৫০টি কোম্পানি নেতৃবৃন্দ এ চাকরি মেলায় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :