সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ।
আজ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পঞ্চম উইকেটে ১৮৮ বলে ১৪৫ রানের জুটি গড়েন মাহমুদুল্লাহ ও এ ম্যাচের অধিনায়ক মিরাজ। এতে ভেঙে যায় ২৯ বছরের পুরানো রেকর্ড।
১৯৯৫ সালে এশিয়া কাপের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পঞ্চম উইকেটে ৭২ রান যোগ করেছিলেন বাংলাদেশের দুই সাবেক অধিনায়ক আকরাম খান ও আমিনুল ইসলাম। তাদের রেকর্ড ভেঙে শারজাহতে যেকোনে উইকেট জুটিতে সর্বোচ্চ রানের মালিক হলেন মাহমুদুল্লাহ ও মিরাজ।
এছাড়াও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন মাহমুদুল্লাহ ও মিরাজ। এতদিন আফগানদের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের মালিক ছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ২০১৫ সালের বিশ^কাপে অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে পঞ্চম উইকেটে ১১৪ রান করেছিলেন মুশি ও সাকিব।
আপনার মতামত লিখুন :