স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের মহারণের জন্য প্রস্তুত গুজরাট। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে ফাইনালে। এই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে লাখ লাখ মানুষ হাজির হচ্ছে শহরে। এই সুযোগে হোটেলের রুম ও বিমান ভাড়া বেড়ে আকাশ ছুঁয়েছে।
ম্যাচের দিন শহরের পাঁচ তারকা হোটেলের প্রতিটি রুমের ভাড়া হাঁকানো হচ্ছে ২ লাখ রুপি। অন্য হোটেলগুলোতেও রেট বাড়ানো হয়েছে পাঁচ থেকে সাত গুণ।
গুজরাটের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নরেন্দ্র সোমানি বলেছেন, ‘বিশ্বকাপ ফাইনাল দেখতে শুধু ভারতের লোকই নয়, দুবাই, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো থেকেও অনেকে আসতে চায়। আহমেদাবাদে তিন তারকা ও পাঁচ তারকা হোটেলে পাঁচ হাজার রুম আছে, আর পুরো গুজরাটে ১০ হাজার। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ধারণক্ষমতা ১ লাখ ২০ হাজার। আমরা আশা করছি বাইরের ৩০ হাজার থেকে ৪০ হাজার লোক ম্যাচ দেখতে আসবে।’
হোটেলের চাহিদা বেড়ে যাওয়ার কারণে ভাড়া বাড়ছে বলে নরেন্দ্র সোমানি জানান। আশেপাশের শহরগুলোর হোটেলেও একই অবস্থা। মধ্যমানের হোটেলগুলোও তাদের রুম ভাড়া পাঁচ থেকে সাতগুণ বাড়িয়ে দিয়েছে। জিসি রোডের হোটেল ক্রাউনের ভাড়া সাধারণত ৩ হাজার থেকে চার হাজার রুপি। ফাইনালের আগে সেটা ছাড়িয়েছে ২০ হাজার রুপি।
এদিকে বিভিন্ন গন্তব্য থেকে আহমেদাবাদের বিমানের টিকিটের দামও স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে। চেন্নাই থেকে যে ফ্লাইটের ভাড়া ছিল ৫ হাজার রুপি, সেটা হয়েছে ১৬ হাজার থেকে ২৫ হাজারের মধ্যে!
আপনার মতামত লিখুন :