টাঙ্গাইল প্রতিনিধি
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দমকা হাওয়ায় টাঙ্গাইলের বাসাইলে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক উপজেলার মিরিকপুর গ্রামের কুসুম মিয়ার ছেলে। তিনি বাসাইল বাজারের কোটিপতি মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, আব্দুর রাজ্জাক উপজেলা জামে মসজিদে জুমার নামাজ শেষ করে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। উপজেলা পরিষদ গেটের সামনে পৌঁছালে একটি মেহগনি গাছের ডাল ভেঙে তার মাথার ওপরে পড়ে। পরে তাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নাঈম আব্দুল্লাহ বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে পরিবার লাশ নিয়ে গেছে।’
উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা নিহতের পরিবারের পাশে আছি।’
আপনার মতামত লিখুন :