শাহরুখের আতিথেয়তায় মুগ্ধ বেকহাম যা বললেন


Assroy প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৩, ৮:২৪ পূর্বাহ্ন /
শাহরুখের আতিথেয়তায় মুগ্ধ বেকহাম যা বললেন

বিনোদন ডেস্ক

পর্দায় যতটা আকর্ষণীয়, বাস্তব জীবনে তার চেয়ে বেশি মুগ্ধকর শাহরুখ খান। তার সঙ্গে যাদের দেখা-সাক্ষাৎ হয়েছে, সবার মুখ থেকেই অন্তত এমন কথা শোনা যায়। এই যেমন ইংল্যান্ডের জনপ্রিয় ফুটবলার ডেভিড বেকহাম সম্প্রতি পা রেখেছিলেন শাহরুখের বাড়ি মান্নাতে। আর একরাশ মুগ্ধতা নিয়ে ফিরে গেছেন নিজ দেশে।

মূলত ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ভারতে এসেছিলেন বেকহাম। এর ফাঁকে ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ উপভোগ করেছেন স্টেডিয়ামে গিয়ে। সফরের অংশ হিসেবে একাধিক তারকা ও হাই-প্রোফাইল পার্টিতে যোগ দিয়েছিলেন বেকহাম।

১৬ নভেম্বর রাতে মান্নাতে হাজির হন বেকহাম। সেখানে খান পরিবারের সঙ্গে নৈশভোজ সারেন ইংলিশ ফুটবল তারকা। আর শাহরুখের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ক্যামেরাবন্দি হন। ওই ছবি শেয়ার করে শাহরুখ খান নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

সোশ্যাল হ্যান্ডেলে কিং খান লিখেছেন, ‘গত রাতে এক আইকন এবং পুরোদস্তুর ভদ্রলোকের সঙ্গে। বরাবরই তার ভক্ত। তবে সাক্ষাতের পর পর এবং শিশুদের সঙ্গে তার হৃদ্যতা দেখে উপলব্ধি করলাম যে, তার মানবিকতা ও নম্রতা ফুটবলের চেয়েও বেশি। তোমার পরিবারের জন্য ভালোবাসা। সুস্থ ও সুখী থাকো বন্ধু; আর একটু ঘুমিয়ে নাও।’

বলিউড বাদশাহর এমন বার্তার বিপরীতে চুপ তো থাকতে পারেন না বেকহাম। তাই ইংল্যান্ডে ফিরেই ছবিটি পোস্ট দেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। আর বললেন, ‘এই অসাধারণ মানুষটির বাড়িতে গিয়ে সম্মানিত বোধ করছি। শাহরুখ খান, গৌরী খান, তাদের সন্তান ও কাছের বন্ধুদের সঙ্গে নৈশভোজ উপভোগ করেছি। আমার প্রথম ভারত সফরের কী দারুণ সমাপ্তি হলো। ধন্যবাদ বন্ধু, তুমি ও তোমার পরিবার যে কোনও সময় আমার বাড়িতে আমন্ত্রিত।’

অভিনেত্রী সোনম কাপুরের বাড়িতেও গিয়েছিলেন ডেভিড বেকহাম। তাই একই বার্তায় তাকেও ভালোবাসা জানিয়েছেন এই নন্দিত ফুটবলার। 

উল্লেখ্য, ভারতের প্রত্যন্ত অঞ্চলে নারীদের জন্য ইউনিসেফ কিছু প্রকল্প বাস্তবায়ন করছে। সেটাই দেখার জন্য এসেছিলেন ডেভিড বেকহাম।