আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীর একটি টানেলে উদ্ধারকাজ চলাকালীন ফাটলের একটি বিকট শব্দ হওয়ায় বন্ধ রাখা হয়েছে উদ্ধারকাজ। টানেলের ভেতর আবারও ধস নামার আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে আলোচনা করতে একটি বৈঠক ডাকা হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।
গত ১২ নভেম্বর দেশটির উত্তরকাশীতে নির্মাণাধীন সিল্কিয়ারা টানেলের একটি অংশ ধসে পড়লে ধ্বংসস্তূপের মধ্যে ৪০ জন নির্মাণ শ্রমিক আটকা পড়েন। এরপর থেকে তাদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ। তবে টানা ছয়দিনের প্রচেষ্টা সত্ত্বেও এখনও উদ্ধার করা গেলোনা আটকে পড়া শ্রমিকদের।
এ উদ্ধারকাজে থাইল্যান্ড এবং নরওয়ের নামকরা উদ্ধারকারী দলগুলোকে নামানো হয়েছে। তাদের মধ্যে ২০১৮ সালে থাইল্যান্ডের একটি গুহা থেকে আটকে পড়া শিশুদের সফলভাবে উদ্ধারকারী দলটিও রয়েছে। তবে এতেও কোন আশার আলো দেখা যাচ্ছে না। টানেলের ভেতর আকস্মিক ধস নামায় আপাতত স্থগিত রয়েছে উদ্ধারকাজ।
কর্মকর্তারা জানিয়েছেন, ‘উদ্ধারকাজ চলাকালীন শুক্রবার স্থানীয় সময় দুপুর ২ টা ৪৫ টানেলের ভিতরে কাজ করা কর্মকর্তা ও উদ্ধারকারী দলগুলো ফাটলের একটি বিকট শব্দ শুনতে পায়। এতে ঘটনাস্থলে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
এক বিবৃতিতে দেশটির ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) জানিয়েছে, ‘সেখানে আরও ধস নামার উচ্চ সম্ভাবনা রয়েছে। তাই পরিস্থিতি বিবেচনা করে পাইপ পুশিং বন্ধ রাখা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি মোকাবেলায় সব কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞদের সঙ্গে একটি বৈঠক ডাকা হয়েছিল।
আপনার মতামত লিখুন :