আন্তর্জাতিক ডেস্ক
আল শিফা হাসপাতাল খালি করার প্রক্রিয়ার মধ্যেই খান ইউনিস শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।স্থানীয় সময় শনিবার (১৮ নভেম্বর) সকালে ইসরায়েলি হামলায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে হাসপাতাল খালি করতে আল শিফার পরিচালক, কর্মী ও রোগী ছাড়া সবাইকে হাসপাতালের বাইরে বের দিয়েছে ইসরায়েল বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
আল-শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া আল জাজিরাকে বলেন, গাজার এই বৃহত্তম হাসপাতালে কেবল কয়েকজন কর্মী, রোগী ও আমাকে রাখা হয়েছে। বাকি সবাইকে হাসপাতালের বাইরে বের করে দিয়েছে ইসরায়েল সেনারা।
আল শিফা হাসপাতালের ভেতরের বর্ণনা দিতে গিয়ে তিনি আরও বলেন, হাসপাতাল এখন সম্পূর্ণভাবে জনমানবহীন। কতিপয় কয়েকজন রোগী ছাড়া আর কেউ নেই হাসপাতালে।
হাসপাতালের বাইরের পরিস্থিতি জানাতে গিয়ে সালমিয়া বলেন, আল শিফা হাসপাতালের চারপাশ ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। হাসপাতালটি এখন তাদের নিয়ন্ত্রণে। কয়েকজন চিকিৎসা কর্মী থাকলেও তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না।
হাসপাতালের ভেতরে থাকা রোগীদের অবস্থা কথা জানিয়ে আল-শিফা হাসপাতালের পরিচালক বলেন, অনেকে মুমূর্ষু অবস্থায় রয়েছেন। নবজাতকসহ কিডনি রোগীরা জটিল অবস্থায় রয়েছেন। হাসপাতালে খাবার শেষ। যদি তাদেরকে স্থানান্তর করা না হয় সবাই মারা যাবে।
খান ইউনিস শিবির এলাকার নাসের হাসপাতালের পরিচালক জানিয়েছেন, গাজা উপত্যকার উত্তরপশ্চিম অঞ্চলের হামাদ শহরের একটি আবামিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাছাড়া ২৩ জনের বেশি গুরুতর আহত হয়েছেন। বার্তা সংস্থা ওয়াফার দেওয়া তথ্য মতে, নিহতদের মধ্যে বেশির ভাগই শিশু।
এদিকে এই বিমান হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি ইসরায়েল।
আপনার মতামত লিখুন :