আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন আবেদ মনসুর


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ৮:২৭ পূর্বাহ্ন /
আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন আবেদ মনসুর

আশ্রয় ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন আবেদ মনসুর। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য।

রবিবার (১৯ নভেম্বর) ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তিনি।

মনসুরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সুরঞ্জন ঘোষ, আপেল মাহমুদ, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য মো. সাকিব, আবেদ মনসুরের চাচা আব্দুল হান্নানসহ ছাত্রলীগ যুবলীগসহ দলীয় শতাধিক নেতাকর্মী।

আবেদ মনসুর এক যুগ ধরে তিনি রাজধানীতে আর্থসামাজিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। দুস্থ-অসহায়দের সহায়তা ও গরিব দুঃখী মানুষের কল্যাণে তিনি প্রতিবছর নিত্যপণ্য খাবার বিতরণ করে থাকেন।

ঢাকা-১৮ আসন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ নম্বর ওয়ার্ড এবং দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, উত্তরা এবং বিমানবন্দর থানা ও ভাটারা থানার একাংশ ও উত্তরখান থানার এলাকা নিয়ে গঠিত।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য আবেদ মনসুর বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমি কাজ করে যেতে চাই। আসন্ন নির্বাচন ও দলীয় সব প্রয়োজনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবো। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর যে পথচলা, সেই পথচলায় আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি গর্বিত। সংসদ সদস্য হয়ে এবার জনগণের কল্যাণে আরও কাজ করতে চাই।’