আশ্রয় ডেস্ক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এস. এম মনজুরুল হক মঞ্জু দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
আজ মঙ্গলবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন।
বাকেরগঞ্জের কাকরধা গ্রামের বাসিন্দা মঞ্জুর বাবা মরহুম শামসুল হক সিকদার ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মঞ্জুরুল হক মঞ্জু ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ ইন্সটিটিউিট অব ইঞ্জিনিয়ার্সের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি নৌকা প্রতীকে দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।
আপনার মতামত লিখুন :