বিএনপি নির্বাচনে এলে তফসিল পেছানোর সুযোগ আছে: ইসি আনিছুর রহমান


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৩, ৩:১২ অপরাহ্ন /
বিএনপি নির্বাচনে এলে তফসিল পেছানোর সুযোগ আছে: ইসি আনিছুর রহমান

নোয়াখালী প্রতিনিধি

বিএনপি যদি নির্বাচনে আসে সেক্ষেত্রে তফসিল পেছানোর সুযোগ আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। তিনি বলেছেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করা দরকার, সেসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। এটার দায়িত্ব প্রার্থীর। ভোটার যাই উপস্থিত হোক, সেটাকে ফল হিসেবে ঘোষণা করা হবে। ভোটারের উপস্থিতি বেশি হলে আমরা সন্তুষ্ট হবো। প্রার্থীদের কাছে আবেদন থাকবে, তারা যেন ভোটারদের কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করেন।’

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

ইসি আনিছুর রহমান আরও বলেন, ‘কে নির্বাচনে আসবে কিংবা আসবে না; সেটি তাদের সিদ্ধান্ত। এখানে আমাদের হস্তক্ষেপের কোনও সুযোগ নেই। কোন দলের কত শতাংশ ভোট, সেটাও আমাদের বিবেচ্য বিষয় না। ভোটকেন্দ্রে ভোট দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করা আমাদের দায়িত্ব।’ 

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার, লক্ষীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহানসহ তিন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।