বিনোদন ডেস্ক
প্রচলিত তারকা খ্যাতির সংজ্ঞা ক্রমশ পরিবর্তন হচ্ছে। এখন শুধু নায়ক হিসেবেই নয়, অভিনয় গুণেও অনেকে সাধারণ মানুষের কাছে অসামান্য ভালোবাসা পাচ্ছেন। এর সঙ্গে পুরস্কার-প্রশংসা তো রয়েছেই। ফলে তারকাদের অনেকেও অভিনয়ে সর্বোচ্চ মনোযোগ দিচ্ছেন।
প্রসঙ্গটি নিয়ে বলিউডের এ সময়ের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি বললেন, ‘তারকাদের মধ্যে কিছু নির্দিষ্ট স্টাইল বা ভাবভঙ্গির যে প্রচলন ছিল, তা কমে গেছে। এখন তারকারাও চায়, তাদেরকে অভিনেতা বলা হোক।’
এই ফাঁকে বলা দরকার, নামহীন ছোট চরিত্র থেকে আজকের অবস্থানে এসেছেন পঙ্কজ ত্রিপাঠি। বহু বছর কেটেছে অভাব-অনটনে; সংসার চলেছে স্ত্রীর সামান্য আয়ে। এমনও হয়েছে, ছবিতে কাজ করে ন্যূনতম স্বীকৃতিও জোটেনি। ২০০৪ সালের ‘রান’ ছবিতে অভিনয় করেছিলেন ত্রিপাঠি। তখন তার নামটি পর্যন্ত ছবিতে দেওয়া হয়নি। এ বিষয়ে ত্রিপাঠি বলেন, ‘এটাই জীবনের গল্প। কখনও স্বীকৃতি পাবো, কখনও পাবো না। কিন্তু সততার সঙ্গে কাজ চালিয়ে যাওয়া জরুরি।’
ভারতের গোয়ায় চলমান ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’য় অংশ নিচ্ছেন পঙ্কজ ত্রিপাঠি। সেখানে তার অভিনীত ছবি ‘কড়ক সিং’র প্রিমিয়ার হয়েছে। পাশাপাশি একটি মাস্টারক্লাসেও যোগ দিয়েছেন ‘মির্জাপুর’ খ্যাত এই অভিনেতা। তখন জানালেন, দক্ষিণী সিনেমা থেকেও নিয়মিত প্রস্তাব আসে। কিন্তু ব্যস্ততা আর ভাষাগত সীমাবদ্ধতার কারণে তিনি কাজ ফিরিয়ে দেন।
পঙ্কজ ত্রিপাঠির ভাষ্য, ‘তেলুগু ইন্ডাস্ট্রি থেকেও আমি অনেক ভালো ছবির প্রস্তাব পাই। কিন্তু আমি হিন্দি ছবি নিয়ে অনেক ব্যস্ত। আরেকটা কারণ হলো, আমি ওই ভাষাটা জানি না। দক্ষিণী একটি ছবি অবশ্য করেছিলাম; তখন শুটিংয়ের সময়ই উপলব্ধি করেছি যে, আমি আসলে এই ভাষা বলতে সক্ষম নই। সুতরাং ভাষাগত সীমাবদ্ধতার কারণেও সেখানে কাজ করতে পারছি না। অন্যথায় দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করতে আমি নিজেও আগ্রহী।’
এই যে খ্যাতি, জনপ্রিয়তা, এসব নিয়ে বিন্দুমাত্র উচ্ছ্বাস নেই পঙ্কজ ত্রিপাঠির। তিনি বলেন, ’১৫ বছর আগে এই গোয়া উৎসবে কেউ আমাকে চিনতো না। এবং এটাও হতে পারে, ১৫ বছর পর কেউ আমাকে মনে রাখবে না। এটাই আমাকে সঠিক পথে রাখে যে, এই সব কিছু (খ্যাতি) মিথ্যা।’
উল্লেখ্য, ‘কড়ক সিং’ ছবিটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে আছেন সানজানা সাঙ্ঘি, ঢাকার জয়া আহসান, মালায়লাম তারকা পার্বতী থিরুবথু প্রমুখ। আগামী ৮ ডিসেম্বর এটি জি-ফাইভে মুক্তি পাবে।
আপনার মতামত লিখুন :