আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হচ্ছে। প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড লড়বে বাংলাদেশকে। কিউই অধিনায়ক টিম সাউদি মনে করেন, স্বাগতিকদের মাঠে দুই টেস্টের সিরিজে কঠিন লড়াই হবে। তবে তার আশা, জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা হবে তাদের।
সোমবার সিলেটে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সাউদি বলেছেন, ‘আমরা জানি বাংলাদেশ এই কন্ডিশনে দুর্দান্ত একটি দল এবং এটা হতে যাচ্ছে দারুণ ও কঠিন লড়াইয়ের টেস্ট সিরিজ।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে ষষ্ঠ স্থানে শেষ করেছিল নিউজিল্যান্ড। শিরোপা পুনরুদ্ধারে শুরুটা ভালো হবে আশা কিউই পেসারের। সাউদি বলেছেন, ‘নতুন একটি চক্রের শুরু হচ্ছে, এটা দারুণ। এটা টেস্ট খেলার জন্য কঠিন জায়গা। আর বাংলাদেশ তাদের কন্ডিশনে সেরা দল। আমরা বেশ কিছু সময় টেস্ট ক্রিকেট খেলিনি। খেলতে উদগ্রীব হয়ে আছি আমরা।’
নিউজিল্যান্ড অধিনায়ক আরও বলেন, ‘সবশেষ চক্র আমাদের পরিকল্পনা মতো হয়নি। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে যারা ছিল, তারা জানে চ্যাম্পিয়নশিপে ভালো করলে কেমন অনুভূতি হয়।’
আপনার মতামত লিখুন :