হামাস-ইসরায়েল সমঝোতা ফলপ্রসূ হচ্ছে: ব্লিঙ্কেন


Assroy প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩, ১২:২১ অপরাহ্ন /
হামাস-ইসরায়েল সমঝোতা ফলপ্রসূ হচ্ছে: ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতি ফলপ্রসূ হচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বৃহস্পতিবার তেল আবিবে ইসরায়েলি প্রেসিডেন্ট ইসাক  হার্জগের পাশে বসে এই মন্তব্য করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ৭ অক্টোবরের হামলার পর গাজায় নিয়ে যাওয়া জিম্মিদের মুক্তি নিশ্চিত করাই প্রধান লক্ষ্য ছিল ওয়াশিংটনের।

ইসরায়েল বলছে, হামাসের হামলায় ১২০০ মানুষ নিহত ও ২৪০ জনকে জিম্মি করা হয়েছে। হার্জগ বলেছেন, গাজায় এখনও ১৫০ জিম্মি রয়েছেন।

ব্লিঙ্কেন বলেন, গত সপ্তাহে আমরা জিম্মিদের ঘরে ফেরা, পরিবারের সঙ্গে পুনর্মিলনের ইতিবাচক অগ্রগতি দেখেছি। আজকেও এমনটি চলমান থাকা উচিত। এর ফলে গাজায় নিরপরাধ মানুষের কাছে আরও বেশি মানবিক সহযোগিতা পৌঁছাতে পেরেছে।

ব্লিঙ্কেন আরও বলেন, ফলে এই প্রক্রিয়া ফলপ্রসূ হচ্ছে। এটি গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করি তা অব্যাহত থাকবে।

এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, পরে জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। ইসরায়েলের মন্ত্রিসভা এবং পৃথকভাবে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও বেনি গান্তজের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

৭ অক্টোবরের পর তৃতীয়বারের ইসরায়েল সফরে রয়েছেন ব্লিঙ্কেন। দখলকৃত পশ্চিম তীরেও তিনি সফর করতে পারেন। এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।