আন্তর্জাতিক ডেস্ক
মোবাইল ফটোগ্রাফি এখন বেশ জনপ্রিয়। আর্কষণীয় লেন্স, ক্যামেরার বিভিন্ন মোডের কারণে এখন ডিএসএলআর ক্যামেরার মতোই মোবাইলে ছবি তোলা সম্ভব। এই মোবাইল ক্যামেরা ব্যবহার করে দেশ বিদেশ ঘুরে দুই হাজারের বেশি ছবি তুলেছেন আফ্রিকান নারী ফটোগ্রাফার ফাতুমাতা দিয়াবেতি। কলম্বিয়ার ন্যাশনাল মিউজিয়ামের বাইরে তোলা কলম্বিয়ান ফ্যাশন ডিজাইনার লিরা সামান্থার বিখ্যাত ছবিটিও তারই তোলা।
পশ্চিম আফ্রিকান ফটোগ্রাফার ম্যালিক সিদিবে, সেদু কেইটা এবং ইউসুফ সোগোডোগোর তোলা ছবি এবং কাজ থেকে অনুপ্রাণিত হয়ে ফটোগ্রাফির কাজ শুরু করেন মালের ফাতুমাতা দিয়াবেতি। মালির নারী ফটোগ্রাফারদের সংগঠন ফিমেল ফটোগ্রাফার্স অফ মালির প্রেসিডেন্ট হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন তিনি।
নিজের মোবাইল ফটোগ্রাফি নিয়ে ফাতুমাতা দিয়াবেতি বলেন, আমার প্রধান অনুপ্রেরণা ছিলেন সিদিবে, যিনি সাদা-কালো ছবি তুলতে পছন্দ করতেন। আমি তার সাথে মালিতে কাজ করতাম, সেখান থেকে আমার শুরু। সিদিবে তার অবর্তমানে তার ফটো স্টুডিওকে চালু রাখতে একজন নারী খুঁজছিলেন। সেসময় কেউ আগ্রহী ছিল না ফটোগ্রাফিতে। পরে আমি তার অনুপ্রেরণায় কাজ শুরু করি।
দিয়াবেতি বলেন, ২০১৩ সালে আমি সেনেগালে ছিলাম এবং সেখানে একটি মোবাইল ফটো স্টুডিও চালু করার সিদ্ধান্ত নেই। মানুষ খুব পছন্দ করেছিল। তারা পরিবারের সঙ্গে প্রায়ই ছবি তুলতে আসত।
তিনি আরও বলেন, কলম্বিয়া, ব্রাজিল, মালি, চীন, ইথিওপিয়া, সেনেগাল ,ফ্রান্স এবং অন্যান্য দেশে আমি দুই হাজারেরও বেশি মানুষের ছবি তুলেছি। আমি বিশ্ব ভ্রমণ করতে চাই এবং আরও ছবি তুলতে চাই।
দিয়াবেতি বলেন, ছবির ব্যাকগ্রাউন্ডের জন্য একটি কালো এবং সাদা কার্পেট ব্যবহার করি। আফ্রিকার সংস্কৃতিকে মানুষ ধারণ করে এবং আমি তা ফুটিয়ে তুলি। বিভিন্ন দেশ ঘুরে আমি অনেক কিছু সংগ্রহ করেছি। পুরানো টেলিফোন, ল্যাম্প, রেডিও, ভিনটেজ গ্লাস, পাইপ এবং আরও অনেক কিছু। সেগুলো ছবিতে ব্যবহার করি বাড়তি সৌন্দর্য ফুটিয়ে তুলতে।
স্মরণীয় মুহূর্তের কথা বলতে গিয়ে এই নারী ফটোগ্রাফার বলেন, ফ্রান্সে একজন নারী ৬০ এর দশকে তোলা তার বাবার একটি ছবি নিয়ে এসেছিলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে বর্তমান সময়ে নিজের একটি অনুরূপ একটি ছবিও তিনি তুলতে পারেন। সেনেগালে আমি সৈকতে কুস্তিগীরদের বেশ কিছু ছবি তুলেছি। আমি মালির তরুণদের কিছু সুন্দর ছবি তুলেছি আর সব মোবাইল দিয়ে।
বিশ্বের বিভিন্ন জায়গার মানুষের মধ্যে আমি পার্থক্য লক্ষ্য করেছি। আমাদের সকলেরই বিশেষ পরিচয় আছে আবার অনেকগুলো বিষয়ে মিল রয়েছে, এমনটাই বলেন আফ্রিকান এই ফটোগ্রাফার।
আপনার মতামত লিখুন :