আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার(১০ ডিসেম্বর) ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাতারাতি ৪২টি ড্রোন এবং ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ সেনারা। এরমধ্যে ৪১টি ড্রোনই প্রতিহত করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী। এ হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
এক টেলিগ্রামবার্তায় ইউক্রেনীয় বিমান বাহিনী বলেছে, ‘আকাশ প্রতিরক্ষাকারীরা রাশিয়ার নিক্ষেপ করা ৪২টি শাহেদ-১৩৬/১৩১ ড্রোনের মধ্যে ৪১টিই গুলি করে ধ্বংস করতে সক্ষম হয়েছে। এগুলোর বেশিরভাগই ওডেসা অঞ্চলে নিক্ষেপ করা হয়েছিল।’
ইউক্রেনের বিমান বাহিনীর এমন দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছে তিন শিশুসহ ১১ বেসামরিক মানুষ।
জরুরী পরিষেবাগুলো জানিয়েছে, প্রতিবেশী খেরসন অঞ্চলে রাতারাতি ক্ষেপণাস্ত্র হামলার সময় একজন ব্যক্তি নিহত হয়। এছাড়া একটি চিকিৎসাকেন্দ্র, আবাসিক ভবন এবং গ্যারেজ ধ্বংস হয়।
সামরিক বাহিনী আরও বলেছে যে রাশিয়া দানিয়ুব অঞ্চলে বন্দর অবকাঠামোতে আক্রমণ করেছে এবং ধ্বংসাবশেষ দুটি শস্য স্টোরেজ সুবিধার গুদাম ক্ষতিগ্রস্ত করেছে।
আপনার মতামত লিখুন :