স্পোর্টস ডেস্ক
টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে বরাবরই কোণঠাসা থেকেছে পাকিস্তান। এবারের সফরে সেই অতীত বদলানোর মিশন। কিন্তু প্রথম টেস্টে প্রথম দিনে আধিপত্য বিস্তার করে খেলেছে অজি দল। ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে তুলেছে ৩৪৬ রান।
পার্থে টস জিতে ব্যাট করে নামার পর অস্ট্রেলিয়ার হয়ে মূল কর্তৃত্বটা করেছেন ডেভিড ওয়ার্নার। বিদায়ী সিরিজকে স্মরণীয় করতে সব সমালোচনার জবাব দিয়েছেন অনবদ্য এক সেঞ্চুরিতে। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৬তম শতক।
অথচ ১৬ ইনিংসে তার ছিল না কোনও সেঞ্চুরি। ২০১৯-২০ মৌসুমের পর তার টেস্ট গড়ও ছিল মাত্র ২৮। তার ওপর লাল বলের ক্রিকেট ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ায় শেষটা স্মরণীয় করে রাখার পণ করে মাঠে নেমেছিলেন। এমন সময় সতীর্থ মিচেল জনসনের সমালোচনা যোগ হওয়ায় নিজেকে প্রমাণের বাড়তি জেদ চেপেছিল তার। সেঞ্চুরির পর তাই চেনা ভঙ্গিতে উদযাপন করে সব কিছুর জবাব দিয়েছেন তিনি। তাতে পাকিস্তানের বিপক্ষে ওয়ার্নারের সেঞ্চুরি সংখ্যা দাঁড়িয়েছে ছয়ে। গড়ও ৯০! ওয়ার্নারের চোখ ধাঁধানো ইনিংসটির সমাপ্তি ঘটে শেষ ভাগে। যখন অভিষিক্ত আমের জামাল শর্ট বল কৌশলে তাকে পরাস্ত করেন।
ওয়ার্নারের ২১১ বলে ১৬৪ রানের ইনিংসটা ছিল উদ্বোধনী দিনের মূল আকর্ষণ। তাছাড়া বড় ইনিংস খেলতে পারেননি কেউ। সঙ্গী উসমান খাজা ৪১, ট্রাভিস হেড ৪০ রান করেছেন। ক্রিজে আছেন মিচেল মার্শ (১৫) ও অ্যালেক্স ক্যারি (১৪)। দ্বিতীয় দিনে নিজেদের আরও সুবিধাজনক অবস্থানে নেওয়ার চেষ্টা করবেন তারা।
গতকাল ফিলিস্তিন ইস্যুতে বিশেষ বার্তা সম্বলিত জুতো পরে তোপের মুখে পরা খাজা এদিন কালো আর্মব্যান্ড পরে ঠিকই নিজের লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থেকেছেন।
পাকিস্তানের হয়ে দুটি উইকেট নিয়েছেন আমের জামাল। একটি করে নিয়েছেন শাহীন আফ্রিদি, খুররাম শাহজাদ ও ফাহিম আশরাফ।
আপনার মতামত লিখুন :