স্পোর্টস ডেস্ক
পিঠের ইনজুরিতে আইপিএলে ২০২৩ মৌসুম খেলেননি শ্রেয়াস আইয়ার। এবার অবশ্য কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবেই ফিরছেন তিনি। আইয়ারের অনুপস্থিতিতে গত মৌসুমে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন নিতিশ রানা। তিনি এবার সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
২০২২ আইপিএলের আগে আইয়ারকে ১২.২৫ কোটি রুপিতে কিনেছিল কেকেআর। তার নেতৃত্বে ওই আসরে ৬টি জয় আর ৮টি পরাজয়ে সপ্তম হয় তারা। গত আসরে পিঠের কারণে অবশ্য খেলতে পারেননি। নিতিশ রানা ভারপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করলেও কলকাতার ভাগ্য বদল হয়নি। গতবারও ৬ জয় আর ৮ পরাজয়ে আবারও সপ্তম স্থান নিয়ে শেষ করে আইপিএল।
১৯ ডিসেম্বরের নিলামের আগে কেকেআর ১২ খেলোয়াড় ছেড়ে দিয়েছে। তার মধ্যে অন্যতম ছিলেন লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর ও উমেশ যাদব। এর ফলে নতুন খেলোয়াড় কেনার জন্য তাদের হাতে আছে ৩২.৭ কোটি রুপি।
আপনার মতামত লিখুন :