স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর দুই দিন আগে নিউজিল্যান্ড তাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করলো আনক্যাপড ফাস্ট বোলার বেন সিয়ার্সকে। বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া কাইল জেমিসনের কভার হিসেবে নেওয়া হয়েছে তাকে।
বাংলাদেশে দুই টেস্টের সিরিজ খেলে মঙ্গলবার নিউজিল্যান্ডে ফেরেন জেমিসন। ওয়ানডে স্কোয়াডের সঙ্গে যান ডুনেডিনে। বাংলাদেশে দুটি টেস্টেই খেলেছেন এই পেসার। ৩৪ ওভারে নেন দুই উইকেট এবং তিন ইনিংসে করেন ৫২ রান।
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘কাইলকে নিয় আমরা সতর্ক অবস্থানে। আমরা তাকে ফেরানোর ব্যাপারে তাড়াহুড়ো করতে চাই না। কারণ হোম সামার শুরু হচ্ছে কেবল। যদি খুবই প্রয়োজন হয় তাহলে তাকে খেলানো হতে পারে। কিন্তু আমরা অপ্রয়োজনীয় ঝুঁকি নিবো না। প্রথম ম্যাচের জন্য আমরা বেনকে নিয়েছি।’
এখনও ওয়ানডে খেলেননি সিয়ার্স। ২৫ বছর বয়সী এই পেসার অবশ্য ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি সিরিজের ওয়ানডে স্কোয়াডে ছিলেন। লিস্ট এ-র ২৯ ম্যাচ খেলে ৩৩.৭৭ গড় ও ৫.৬২ ইকোনমি রেটে ৩৬ উইকেট নেন সিয়ার্স।
আগামী ১৭ ডিসেম্বর ডুনেডিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। পরের দুটি ম্যাচ ২০ ও ২৩ ডিসেম্বর নেলসন ও নেপিয়ারে।
নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), আদি অশোক (২য় ও ৩য় ম্যাচ), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রোর্কে, রাচিন রবীন্দ্র, ইশ সোধি (১ম ম্যাচ), উইল ইয়াং ও বেন সিয়ার্স।
আপনার মতামত লিখুন :