এ আর রাহমান অটো-টিউন ব্যবহার শুরু করেছিলেন: অরিজিৎ সিং


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৩, ১২:৪৪ অপরাহ্ন /
এ আর রাহমান অটো-টিউন ব্যবহার শুরু করেছিলেন: অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক

অটো-টিউন নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক মন্তব্যই শোনা যায়। কেউ মনে করেন, এটি শুদ্ধ সংগীতের জন্য হুমকি, এর মাধ্যমে গান না জানা মানুষও গায়ক হয়ে যাচ্ছে! আবার কারও মতে, এটি মিউজিকের একটি অনুষঙ্গ মাত্র; এর ব্যবহারে কেবল গানের মাধুর্য বাড়ানো যায়।

বিতর্ক হয়ত শেষ হবে না, তবু এই প্রসঙ্গে উপমহাদেশের একজন তারকা শিল্পীর মন্তব্য জানা যেতে পারে। গত এক দশক ধরে বলিউড প্লেব্যাকে যিনি রাজ করছেন, সেই অরিজিৎ সিং মনে করেন, অটো-টিউন মোটেও মন্দ কিছু না। এটা মানুষের ছোটখাটো ভুলত্রুটি শুধরে নেওয়ার কাজে ব্যবহার করা যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অরিজিৎ বললেন, ‘গায়ক নন, এমন কাউকে অটো-টিউন দিয়ে গায়ক বানানো যাবে না। ব্যাপারটা এরকম নয় যে, কিছু একটা গেয়ে, তাতে অটো-টিউন লাগিয়ে দিলেই গান হয়ে যাবে, এটা সম্ভব না।’

অরিজিৎ জানান, উপমহাদেশে অটো-টিউন ব্যবহারের শুরুটা করেছেন এ আর রাহমান। তবে সেটা খুব সূক্ষ্ম উপায়ে। ‘তুম হি হো’ গায়কের ভাষ্য, ‘এ আর রাহমানের গান আমাদের এতো পছন্দ; তিনিই প্রথম অটো-টিউনের ব্যবহার শুরু করেছিলেন। খুব সূক্ষ্মভাবে, সুরের সঙ্গে ব্যবহার করতেন। এর মাধ্যমে অনেক শিল্পীর গায়কী সুন্দর হয়ে উঠেছে।’

অটো-টিউন ব্যবহারের পক্ষে একটি ব্যাখ্যাও দিলেন অরিজিৎ। সেটা এরকম, ‘একজন শিল্পী গান গাওয়ার সময় খুব আবেগ দিয়ে গেয়ে থাকেন। এ কারণে সুরের সঙ্গে একেবারে পারফেক্ট হয় না, একটু নড়চড়ে হয়। আমার জানামতে, সোনু নিগম ছাড়া প্রায় সব গায়কেরই এই সমস্যাটা হয়। কেবল সনু নিগম কখনও সুরের বাইরে যান না। তো বিষয়টা হলো, আবেগ হিসেবে শিল্পীদের গাওয়া ঠিক আছে। কিন্তু সুর অনুযায়ী একটু এদিক-ওদিক হয়। সেটার জন্য যেটুকু প্রয়োজন, ওটাই ব্যবহার করা হয়। প্রত্যেক শিল্পীর জন্যই অটো-টিউন ব্যবহার করা হয়, এমনকি পশ্চিমা দেশে বহু আগে থেকেই ব্যবহৃত হচ্ছে। এটা কেবল মিউজিক প্রসেসিংয়ের একটা সহকারী অনুষঙ্গ।’

উল্লেখ্য, গত এক দশক ধরে বলিউডের সিংহভাগ সফল ও জনপ্রিয় গানের শিল্পী অরিজিৎ সিং। তার কণ্ঠে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘ও মাহি’, ‘লুটপুট গায়া’ গান দুটি। এগুলো ব্যবহৃত হয়েছে শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ সিনেমায়। যেটা মুক্তি পাচ্ছে আগামী ২১ ডিসেম্বর।