ক্লাব বিশ্বকাপের ফাইনালে ম্যানসিটি


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন /
ক্লাব বিশ্বকাপের ফাইনালে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক

সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। সব ধরনের প্রতিযোগিতায় ৮ ম্যাচে মাত্র তিন জয়। টটেনহ্যাম হটস্পারের সঙ্গে প্রিমিয়ার লিগ ম্যাচে রেফারির সঙ্গে খেলোয়াড়রা বাগবিতণ্ডা করায় বড় অঙ্কের জরিমানাও গুনতে হচ্ছে তাদের। এই দুঃসময়ে আশার আলো হয়ে এলো ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ।

মঙ্গলবার জেদ্দার কিংস আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ম্যানসিটি। শিরোপার লড়াইয়ে তারা খেলবে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে।

উরাওয়ার গোছানো রক্ষণভাগ ইউরোপ চ্যাম্পিয়ন সিটিকে প্রথমার্ধে রুখেই দিয়েছিল। কিন্তু স্টপেজ টাইমে মারিয়াস হইব্রাটেনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইংলিশ জায়ান্টরা। দ্বিতীয়ার্ধে ফিরে সাত মিনিটের ব্যবধানে দুইবার জাল কাঁপায় তারা।  

রিয়াল মাদ্রিদ ও চেলসির সঙ্গে দুইবার ক্লাব বিশ্বকাপ জেতা মাতেও কোভাচিচ ৫২ মিনিটে ২-০ করেন। ঘড়ির কাঁটা এক ঘণ্টা ছোঁয়ার আগে বার্নার্ডো সিলভা তৃতীয় গোল করেন। উরাওয়া গোলকিপার নিশিকাওয়া সেভ করলেও বল পড়ে সিলভার সামনে, তার শট হইব্রাটেনের গায়ে লেগে জালে জড়ায়।

আগামী শুক্রবার ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে সিটি। ম্যানইউ, লিভারপুল ও চেলসির পর চতুর্থ ইংলিশ ক্লাব হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় তারা।