বিনোদন ডেস্ক
স্টার কিড তথা তারকার সন্তান তিনি। বলিউডের জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে, অনন্যা পাণ্ডে। বাবার পথ ধরে রূপালি জগতে নাম লিখিয়েছেন। কাজ করেছেন বেশ কয়েকটি আলোচিত সিনেমায়। তবে এখনও সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি।
২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে অভিষেক হয় অনন্যার। এরপর তাকে ‘পতি পত্নী অউর অউ’, ‘খালি পিলি’, ‘লাইগার’ ইত্যাদি ছবিতে দেখা গেছে। কিন্তু তার অভিনয় কিংবা পুরো ছবি, কোনোটাই পায়নি কাঙ্ক্ষিত সাফল্য।
তবে অনন্যার ভাগ্য চাকা ঘুরতে শুরু করেছে এই বছরে। আয়ুস্মান খুরানার সঙ্গে তার ‘ড্রিম গার্ল ২’ ছবিটি ব্যবসাসফল হয়েছে। ফলে অনন্যা নিজেও পায়ের তলায় মাটি খুঁজে পেলেন। আর এই সময়ে এসে তার চিন্তা ধারায়ও অনেক পরিবর্তন এসেছে বলে জানালেন। তার মতে, আগে মানুষের কাছ থেকে সাড়া পাওয়ার জন্য মুখিয়ে থাকতেন। কিন্তু এখন তিনি ভালো কাজেই মন দিচ্ছেন।
এক সাক্ষাৎকারে অনন্যা পাণ্ডে বলেন, ‘যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, আমার মনে হতো, প্রত্যেকেই আমাকে ভালোবাসবে। কিন্তু আমি বুঝতাম না, কেন আমাকে সবাই ভালোবাসে না। আমি মহান কেউ, এরকম ভাবনা থেকে অবশ্য এই চিন্তা আসতো না। বরং মনে হতো, আমি তো সুন্দর, একজন সুন্দর মানুষ; আমার পরিবার, বন্ধুরা আমাকে পছন্দ করে; তাহলে অন্য সবাই কেন করে না?’
তারকা হিসেবে মানুষের সামনেই জীবন অতিবাহিত করতে হয়। এর মধ্যে আবার সোশ্যাল মিডিয়ার বিস্তর প্রভাব। অনন্যা জানান, আগে আমি নিজের জীবন সম্পর্কে খোলা মনে অনেক কিছুই শেয়ার করতাম। কিন্তু এখন তিনি বুঝেশুনে পথ চলার চেষ্টা করছেন।
অনন্যা পাণ্ডের নতুন ছবি ‘খো গায়ে হাম কাহা’ আসছে আগামী ২৬ ডিসেম্বর, নেটফ্লিক্সে। অর্জুন বারাইন সিং নির্মিত এই ছবিতে অনন্যার সঙ্গে আছেন আদর্শ গৌরব ও সিদ্ধার্থ চতুর্বেদী।
আপনার মতামত লিখুন :