বাণিজ্যিক জাহাজে হুথি হামলার পরিকল্পনায় ইরান জড়িত, অভিযোগ যুক্তরাষ্ট্রের


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৩, ১২:২৩ অপরাহ্ন /
বাণিজ্যিক জাহাজে হুথি হামলার পরিকল্পনায় ইরান জড়িত, অভিযোগ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনায় ইরান ‘প্রত্যক্ষভাবে জড়িত’ ছিল এবং জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদেরকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে। এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

ইরান সমর্থিত হুথিরা গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের সমর্থনে এইসব হামলা করে থাকে বলে দাবি করে। তারা সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে। ফলে বাধ্য হয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে না যেয়ে গতিপথ পরিবর্তন করে আফ্রিকার দক্ষিণে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে জাহাজগুলোকে।

একটি বিবৃতিতে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, ‘লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনায় ইরান গভীরভাবে জড়িত ছিল। এটি এই অঞ্চলে হুথিদের অস্থিতিশীল কর্মকাণ্ডে ইরানের দীর্ঘমেয়াদী সহায়তা এবং উৎসাহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

ওয়াটসন বলেছিলেন,‘এটি একটি আন্তর্জাতিক চ্যালেঞ্জ যা সম্মিলিত পদক্ষেপের দাবি রাখে।’

লোহিত সাগরে হুথিদের হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান।

লোহিত সাগরে জাহাজগুলোকে হামলা থেকে রক্ষা করতে একে অপরকে সহায়তা করার লক্ষ্যে গত সপ্তাহে ২০টি দেশ নিয়ে একটি নৌ জোট ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।  জোটে জড়িত কিছু দেশ বলেছে,বাণিজ্যিক ট্রাফিক সুরক্ষার অপারেশনগুলো বিদ্যমান নৌ চুক্তির অংশ হিসেবে করা হবে।