ভবনমালিকের জামিন হয়ে গেল, আমরা ওর ফাঁসি চাই


The Weekly Assroy প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৩, ৬:১৮ অপরাহ্ন /
ভবনমালিকের জামিন হয়ে গেল, আমরা ওর ফাঁসি চাই

‘মেয়ে বলেছিল, রানা প্লাজায় ফাটল ধরছে। তখন আমি বলছিলাম, তোমার যাওয়া লাগব না। মেয়ে বলল যে “২৪ তারিখ। মাস শেষ। এখন যদি না যাই, তাহলে বেতন পাব না।” আমাদের ঘরে অভাব ছিল। মেয়ে ভাত খাইল। খাইয়া তরতাজা বের হয়ে আসল। মনে হয়, আধা ঘণ্টা হয়নি। এর মধ্যে দুঃসংবাদ পাই।’

ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা ভবন ধসে নিহত পোশাকশ্রমিক আঁখি আক্তারের মা নাসিমা আক্তার কথাগুলো বলছিলেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর শুক্রাবাদে দৃকপাঠ ভবনের দোতলায় ‘রানা প্লাজা হত্যাকাণ্ড: ১০ বছর ও তারপর’ শিরোনামে এক প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি।

রানা প্লাজা হত্যাকাণ্ডের এক দশক পূর্তিতে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সহযোগিতা করেছে দৃক-পাঠশালা। প্রদর্শনীতে ২০ জন আলোকচিত্রীর ৫৫টি ছবি স্থান পেয়েছে। রয়েছে কার্টুন, গ্রাফিতি, সাউন্ড ও ভিডিও।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন নিহত হন। গুরুতর আহত হয়ে পঙ্গু হয়ে যান আরও ১ হাজার ১৬৯ জন। ভারতে পালিয়ে যাওয়ার সময় ওই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে ভবনটির মালিক সোহেল রানাকে গ্রেপ্তার করে র‍্যাব। এর পর থেকে কারাগারে ছিলেন তিনি। তবে গতকাল বৃহস্পতিবার তিনি জামিন পেয়েছেন।

রানা প্লাজা ধসের ঘটনায় মেয়ে হারানো নাসিমা আক্তার বলেন, ‘১০ বছরেও আমরা বিচার পেলাম না। এদিকে ভবনের মালিক সোহেল রানার জামিন হয়ে গেল। আমরা যেটা চাইছি, সেটা হচ্ছে না। আমরা ওর ফাঁসি চাই।’

‘সোহেল রানার জামিন হওয়া অত্যন্ত ক্ষোভের, যা বিচারব্যবস্থা সম্পর্কে অনাস্থা তৈরি করে’ উল্লেখ করে গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, ‘এত মানুষের মৃত্যুর পরও কীভাবে তিনি (সোহেল রানা) জামিন পান, তা জানি না। ১০ বছরে যখন আমরা আশা করছিলাম বিচারের অগ্রগতি হবে, সেখানে দেখলাম জামিনের খবর।’

প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। শেষ হবে ১৫ এপ্রিল। আজ উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্রনির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘১০ বছর পরও পাঠশালায় এ ধরনের প্রদর্শনী হচ্ছে। কিন্তু সিনেমায় এর হাজির নেই। সত্যিকার অর্থে এ ধরনের সিনেমা হয়নি, যেটা হয়েছিল দেখার উপযোগী ছিল না। সেটার উদ্দেশ্যও ভিন্ন।’

অমিতাভ রেজা বলেন, ‘আজকে যদি আমি কোনো একটা গার্মেন্টস নিয়ে সত্যিকার অর্থে একটি (সিনেমা) বানাতে চাই, সেটা কোনোভাবেই করতে দেওয়া হবে না। কারণ, সিনেমার প্রোডাকশন, বিপণন ও প্রদর্শন—এই তিনটি যাঁদের হাতে, তাঁরা সবাই মালিকের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেউতি সাবুর, আহত শ্রমিক রূপালী আক্তার, আলোকচিত্রী সরকার প্রতীক ও মুনেম ওয়াসিফ।