লাশ ঢেকে রাখা ম্যাট্রেসের নমুনা থেকে এক বছর পর সন্দেহভাজন খুনি গ্রেপ্তার


assroy প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৩, ১০:০১ পূর্বাহ্ন /
লাশ ঢেকে রাখা ম্যাট্রেসের নমুনা থেকে এক বছর পর সন্দেহভাজন খুনি গ্রেপ্তার

রাজধানীর হাজারীবাগে ২০২২ সালের ২৩ জুন খুন হন আকলিমান নেছা (৭০)। ভাগনে বশিরুল হকের (৫২) বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় আকলিমানের মরদেহ ম্যাট্রেসে (তোশক) ঢাকা ছিল। তাঁর হাত, মুখ ও পা বাঁধা ছিল কালো স্কচটেপে।