সাভারের আশুলিয়ায় তুরাগ নদীতে ডাকাতি করতে এসে নিজেদের ট্রলার বিকল হয়ে স্থানীয়দের হাতে আটক হয় তিনজন। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার ভোরে নদী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া পুলিশ ক্যাম্পের এসআই আরাফাত উদ্দিন।
আটকরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার আটিয়া পাড়া এলাকার মেহেদী হোসেন (২২), শরীয়তপুরের নড়িয়া উপজেলার পণ্ডিশা এলাকার বাবু (২৫) ও পটুয়াখালী সদর উপজেলার সারিকখালী এলাকার বাসিন্দা আসলাম।
আটকদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রলার, চাপাতি ও রামদাসহ দেশি অস্ত্র জব্দ করেছে পুলিশ।
এসআই আরাফাত উদ্দিন বলেন, “ভোরে ট্রলারে করে একটি দল তুরাগ নদীতে বালুবাহী বাল্কহেডে ডাকাতি করতে আসে। এ সময় তারা বাল্কহেডের লোকজনকে জিম্মি করে টাকা-পয়সা নিয়ে পালানোর সময় তাদের ট্রলারের ফ্যান ভেঙ্গে যায়।
“পরে তিনজনকে আটক করে গণধোলাই দেয় ভুক্তভোগীসহ স্থানীয়রা। তবে কৌশলে আরও তিনজন পালিয়ে যান।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে তিনজনকে আটক করে নিয়ে যায় বলে তিনি জানান।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে এসআই আরাফাত আরও বলেন, “আটকরা মূলত নদীতে থাকা জেলে, ট্রলার ও নদী তীরবর্তী এলাকায় ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত।”
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :