চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলার সম্ভাবনা দেখছেন হাথুরুসিংহে


Assroy প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৩, ২:৪৪ অপরাহ্ন /
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলার সম্ভাবনা দেখছেন হাথুরুসিংহে

২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার টিকিট মিলবে এই বিশ্বকাপেই। ভারতে চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবিলে থাকা শীর্ষ আট দল খেলবে পাকিস্তানের ওই টুর্নামেন্টে। পাকিস্তান যদি সেরা আটে না থাকে, তবে টেবিলের শীর্ষ সাত দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা লাভ করবে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে আছে বাংলাদেশ। বিশ্বকাপে তাদের হাতে আছে আরও দুটি ম্যাচ। এই অবস্থায় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যেমন শঙ্কা আছে, তেমনই সম্ভাবনাও আছে। বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে মনে করেন, বাকি দুই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা সম্ভব।

বড় স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ। সেমিফাইনালের সেই স্বপ্ন তো পূরণ হয়নি, উল্টো টানা ছয় ম্যাচ হেরে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা ফিকে হয়ে গেছে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়াকে হারানোর পাশাপাশি বাংলাদেশ দলকে মাথায় রাখতে হবে নেট রানরেটের ব্যাপারও। পাশাপাশি শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, ইংল্যান্ডের ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে। হাথুরুসিংহে এখনও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা দেখছেন, ‘আমার মতে, এটা এখনও সম্ভব। কারণ আমরা এখনও ভালো দল। আমরা কতটা ভালো দল, তা আগেই দেখিয়েছি। তাই আমাদের সেরা খেলাটা এখনও খেলতে পারিনি। এমনকি ধারেকাছেও ছিলাম না। তবু আমরা মনে করি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা এখনও সম্ভব।’

চ্যাম্পিয়ন্স ট্রফি লক্ষ্য হলেও এই মুহূর্তে বাংলাদেশের ভাবনায় শ্রীলঙ্কা ম্যাচ। রবিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ হাথুরুসিংহে বলেছেন, ‘এই মুহূর্তে আমার ভাবনায় শুধু সামনের ম্যাচ। পরের ম্যাচটা আমরা কীভাবে জিততে পারি সেটাই ভাবছি। আমরা সবকিছুই ঠিকঠাক করছি। ট্রেনিং করছি, খেলোয়াড়দের মনোভাব ভালো, তারা সবাই কঠোরভাবে চেষ্টা করছে। তারা সবাই ভালো করতে চায়। এই মুহূর্তে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যতটা সম্ভব সবাইকে সবদিক থেকে চাপমুক্ত রাখা। ’

হাথুরুসিংহে আরও বলেছেন, ‘শ্রীলঙ্কা-বাংলাদেশ সাম্প্রতিক অতীতে বেশকিছু ভাল ম্যাচ খেলেছে। বিশ্বকাপে দুই দলই প্রায় একই অবস্থায় আছে। যেহেতু আমরা সেমিফাইনালে খেলার সুযোগ হারিয়েছি। আমাদের এখন লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়া। এই ম্যাচ তাই খুবই গুরুত্বপূর্ণ।’